logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
ছয় দিন পর উদ্ধার আশামনির লাশ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আশামনির (৬) নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের পানির নিচে জমা আবর্জনার স্তূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আশামনির লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ছুটে যান প্রতিবেশী, উৎসুক জনতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এর আগে, শনিবার বল আনতে খালের কাছে গেলে পড়ে গিয়ে ডুবে যায় আশামনি। ওইদিন থেকে ময়লা-আবর্জনায় ভরা খালটিতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান অব্যাহত রাখলেও এতদিন সন্ধান মেলেনি শিশুটির। ঘটনার পর থেকে ওই খালের পাড় থেকে এক মুহূর্তের জন্যও ঘরে ফেরেননি আশামনির বাবা-মা।
জানা গেছে, এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল শিশুটি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে।
কদমতলী থানার এসআই কবির হোসেন বলেন, আশামনির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্থান্তর করা হয়।
প্রসঙ্গত, আশামনিকে খুঁজে বের করার জন্য তল্লাশি আরও জোরদার করার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। সেনা সদস্যরাও সেদিন তল্লাশি অভিযানে যোগ দেন। স্থানীয় কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক শ্রমিক দিয়ে ময়লা সরানোর ব্যবস্থা নেন। ফারুক নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, ওই এলাকাটি বর্তমানে সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আগে ছিল শ্যামপুর ইউনিয়ন, তাই অবহেলিত ছিল। বর্তমানে ডিএনডি খাল সংস্কারের কাজ চলছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]