
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
বয়স এখনও পুরোপুরি এক বছর হয়নি, তার আগেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা মূল্যের লটারি জিতে গেল এক শিশু। আসলে ছেলের নামে এ লটারি কেটেছিলেন তার বাবা। সেই লটারিতেই উঠেছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট। বুধবার এ খবর জানিয়েছে আরবের সংবাদমাধ্যম। গাল্ফ নিউজের তরফে জানানো হয়েছে, ভারতের কেরালা রাজ্যের রামিজ হরমান আবু ধাবিতে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। রামিজ তার শিশুসন্তান মোহাম্মদ সালাহর নামে একটি লটারি কাটেন। ১৩ ফেব্রুয়ারি সালাহর এক বছর পূর্ণ হবে । মঙ্গলবার মাসিক এ লটারির ফল ঘোষণা হলে দেখা যায় টিকিট নম্বর ১৩১৯ জিতে গেছে ১০ লাখ ডলারের জ্যাকপট, বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। আর এ পুরো টাকাটাই করমুক্ত অর্থাৎ কোনো টাকা কর হিসেবে পুরস্কার মূল্য থেকে কাটা যাবে না। পুরস্কার জেতার খবর শুনে রামিজ জানিয়েছেন, এখন তার ছেলের ভবিষ্যৎ নিরাপদ। এ অর্থ ছেলের ভবিষ্যতের জন্য খরচ করবেন। আনন্দবাজার
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |