logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা অনেক
মামুন তুষার

মহান ভাষা আন্দোলন বাঙালির সব চেতনার উৎস। যার প্রেরণা উজ্জীবিত করছে বিপ্লবে-বিদ্রোহে, অধিকার আদায়ে। এ ভাষার মাসকে ঘিরেই চলছে অমর একুশে বইমেলা। বাঙালির সাহিত্য ও সংস্কৃতির চেতনাগত প্রথম প্রকাশ এ অমর একুশে গ্রন্থমেলা। ’৫২-র মহান ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির স্মরণে অনুষ্ঠিত এ গ্রন্থমেলা নিয়ে সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা থাকে অনেক। 
বাঙালি জাতিসত্তার পরিচয় বহনকারী এ মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিও প্রতি বছর নতুন নতুন বিষয় সংযুক্ত করে গ্রন্থমেলায়। মেলাকে সাফল্যম-িত করতে সরকার থেকে ক্ষুদ্র প্রকাশক সবার থাকে নানা প্রস্তুতিও। এবারের গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পিতা মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির। 
বৃহস্পতিবার বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে আয়োজক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের দেখা পাওয়া যায়। সবাই নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। সবার চাওয়া পিতা মুজিবের জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠিত গ্রন্থমেলা ছাড়িয়ে যাক অন্য যে কোনো বারের মেলাকে; যা স্মরণীয় হয়ে থাকবে শত বছর ধরে। মেলাকে নিয়ে প্রত্যাশার বিষয়ে কথা হয় ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাঈমের সঙ্গে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনেক। বেশকিছু ভালো বই প্রকাশ করছি আমরা। আশা করছি অন্য যে কোনো বারের থেকে বেচাবিক্রি ভালো হবে। কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির উদ্দিন সেলিম বলেন, এবারের মেলায় আমাদের বেশকিছু ভালো কালেকশন আছে। মেলা মাত্র শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে দর্শনার্থীদের আগমন বাড়বে। আশা করছি, বেচাবিক্রিও ভালো হবে। তিনি বলেন, আমরা প্রতিবারই আশা রাখি অন্য যে কোনো বারের থেকে চলতি মেলা ভালো হোক। এবারও তার ব্যতিক্রম নয়। আশা করছি, ভালো কিছু হবে। 
প্রকাশকরা মেলার শুরুতেই ভালো মানের বই নিয়ে আসার মধ্য দিয়ে চেষ্টা করছেন এবারের মেলাকে বইপ্রেমীদের কাছে ভালোভাবে তুলে ধরতে। সঙ্গে বিকিকিনির দিকে থেকেও মেলা ছাড়িয়ে যাবে অন্য যে কোন বারের মেলাকে এমনটাই প্রত্যাশা তাদের। রেকর্ড পরিমাণ বই বিক্রি করে নিজেদের আর্থিকভাবেও লাভবান করতে চান তারা। অন্যদিকে মেলায় আগত দর্শনার্থীরাও চান ভালো মানের বই বাজারে আসুক। 
ইডেন কলেজের ছাত্রী তামান্না সুলতানা বলেন, আমরা চাই মেলায় ভালো মানের বই আসবে। আর সেটি নিশ্চিত করতে প্রকাশক ও আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিকে নজর দিতে হবে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েদ নোমান বলেন, আমরা চাই ভালো মানের বই বাজারে আসুক। যার মাধ্যমে নতুন প্রজন্ম বইমুখী হবে। বইকে আপন করে নিতে পারবে। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, এবারের গ্রন্থমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। তাই মেলায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে সেদিকেই গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। কেননা আমরা চাই একটি সুন্দুর মেলা উপহার দিতে।
অমর একুশে গ্রন্থমেলা, ২০২০-এ পাওয়া যাচ্ছে কবি ও লেখক অপরাজিতা অর্পিতার তিনটি বই। এবারের নতুন বই ‘অপ্রেমের অদ্ভুত আলাপ’ কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী থেকে। এছাড়া ২০১৯ এ প্রকাশিত তার প্রথম অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথন’ ও প্রথম কাব্যগ্রন্থ ‘শব্দের বেখেয়ালি আঁচড়’ও পাওয়া যাচ্ছে এবারের গ্রন্থমেলায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]