
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
সদ্য শেষ হওয়া ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এসব দাবি জানান।
সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিকদের সংকটকালীন সময় পাশে দাঁড়িয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। যেমন দাঁড়িয়েছিল সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার চেয়ে। দেশে যে কোনো সময় সবচেয়ে বেশি নির্যাতিত হই আমরা। যে সরকার ক্ষমতায় থাকছে, সে সময়ই সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে। এখন সময় এসেছে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র অবশ্যই বিষয়টি নিয়ে ভাববে, নিরাপত্তা দেবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, সিটি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় ১০ থেকে ১১ জন সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আজ থেকে আট বছর আগে ফেব্রুয়ারি মাসে সাগর-রুনী দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এখনও এর বিচার হয়নি। এবারও সেই ফেব্রুয়ারিতেই সাংবাদিক সুমনসহ আমাদের সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এটা কোনোমতেই কাম্য নয়। এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। শনিবারের মধ্যে সুমনসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |