প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
বরিশালে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে বরিশাল থেকে মোটরসাইকেল চুরি করে খুলনায় পাঁচার করত। সম্প্রতি নগরীর কাউনিয়া এলাকায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগের সূত্র ধরে পুলিশ চোর চক্রের সন্ধান পায়। বরিশাল নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. খাইরুল আলম তার দপ্তরে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হচ্ছে বরিশাল শহরের পশ্চিম কাউনিয়া এলাকার কাঞ্চন আলীর ছেলে আল আমিন, বাগেরহাটের মংলার সিগনাল টাওয়ার এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার ও খুলনার ফুলতলার দামুদার এলাকার মৃত আহম্মদ দপ্তরির ছেলে রবিউল ইসলাম।
পুলিশের দেওয়া তথ্যমতে, ২১ জানুয়ারি রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা লাবু খান নামক এক ব্যক্তির ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন-৫ মোটরসাইকেলটি বাসার গেটের তালা ভেঙে দৃর্বৃত্তরা নিয়ে যায়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |