logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
বললেন মন্ত্রিপরিষদ সচিব
শুধু শাস্তি দিয়ে দুর্নীতি দূর করা যাবে না
চট্টগ্রাম ব্যুরো

শুধু আইন করে বা শাস্তি দিয়ে দুর্নীতি দূর করা যাবে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যে কোনো রাজনৈতিক দল তার নির্বাচনি ইশতেহার মোতাবেক জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে। পরবর্তী সময়ে সরকার গঠনের পর সে ইশতেহার হয় দেশ ও জাতির উন্নয়নের গাইডলাইন। ঘোষিত ইশতেহার মোতাবেক সরকার দেশ পরিচালনাসহ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। কাজেই সরকারের মেনিফেস্টো বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। সরকারি কর্মকর্তাদের প্রতি তিনি বলেন, ক্ষমতা নয়, কাজের প্রতি কর্মকর্তাদের অধিক মনোযোগ দিতে হবে। 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চট্টগ্রামে কর্ণফুলী টানেল বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতিরও ব্যাপক উন্নয়ন হবে। তিনি বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়নে কক্সবাজারের মাতারবাডিতে গৃহীত প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচিব বলেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মীয়, সংস্কৃতি এবং সাধারণভাবে লালিত বিধান অনুসরণ করলে দেশ থেকে দুর্নীতি দূর হবে। শুধু আইন করে বা শাস্তি দিয়ে দুর্নীতি দূর করা যাবে না। চট্টগ্রামের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজিসহ বিভাগীয় সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]