প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে বৃহস্পতিবার অসদুপায় অবলম্বন করায় ফরিদপুরের বোয়ালমারীতে ৯ জন, গাজীপুরের কালিয়াকৈরে তিনজন, টাঙ্গাইলের কালিহাতীতে ৯ শিক্ষকসহ ২৭ জন ও গাইবান্ধায় দুই শিক্ষকসহ ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা করেছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় বিভিন্ন পদ্ধতিতে নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বহুমুখী উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্র ও ভৃঙ্গরাজ তালেবাবদ মহুমুখী উচ্চবিদ্যালয় সাব-ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে। অপরদিকে ভৃঙ্গরাজ তালেবাবদ মহুমুখী উচ্চবিদ্যালয় সাব-ভেন্যু কেন্দ্রের একটি কক্ষে স্মার্ট ফোনের মাধ্যমে নকল করায় অপর এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ৯ শিক্ষক ও নকল করার দায়ে ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
গাইবান্ধা : এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুই শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নকলে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে গলাকাটি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও কম্পিউটার প্রদর্শক সোহেল রানা নামে দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে চারজন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা করেছে। ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময় ওই পরীক্ষার্থীরা নকল করছিল।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |