প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাদশা মিয়া নামের এক রোগী মারা গেছেন। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয় বলে অভিযোগ রোগীর স্বজনদের। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে স্বজন ও স্থানীয়রা বিক্ষোভ করেন। নিহত বাদশা মিয়া রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। নিহতের স্ত্রী শাহানারা ও ছেলে শাহজাহান জানান, বুধবার গভীর রাতে হার্টের ব্যথা নিয়ে বাদশাহ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু কোনো চিকিৎসক ও নার্স তাদের রোগীর যথাযথ চিকিৎসা সেবায় এগিয়ে আসেনি। সকালে রোগী টয়লেটে গেলে সেখানে ঘুরে পড়ে যান। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের চিৎকার ও ক্ষোভের মুখে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় এলাকাবাসীও তাদের বিক্ষোভের সঙ্গে একাত্মতা পোষণ করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, হার্টের সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিৎসা চলছিল। হঠাৎ রোগীর মৃত্যুর বিষয়টি অনাকাক্সিক্ষত। তবুও কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |