
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
যশোর সদর উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে শপথ নিয়েছেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিনিয়া সুলতানা শপথ বাক্য পাঠ করান। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলাম ও আজাদ রহমান, প্রোগ্রাম অর্গানাইজার কাকলি আক্তার, ফিল্ড অর্গানাইজার শিরিনা খাতুন প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |