প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে বৃহস্পতিবার দুপুরে লিটন মিয়া নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। লিটন পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কামারগ্রামের সৈয়দ মিয়ার ছেলে। জানা যায়, লিটন কিছু দিন ধরে কলেজে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন কলেজের ভেতরে গিয়ে ক্যানটিনের সামনে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |