logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে বৃহস্পতিবার দুপুরে লিটন মিয়া নামে এক বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। লিটন  পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কামারগ্রামের সৈয়দ মিয়ার ছেলে। জানা যায়, লিটন কিছু দিন ধরে কলেজে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন কলেজের ভেতরে গিয়ে ক্যানটিনের সামনে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]