প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনকে ভরাডোবা হাইওয়ে পুলিশ দ্বারা লাঞ্ছিতের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সিডস্টোর বাজারে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে। একটি অটোরিকশা হাইওয়ে পুলিশ আটক করাকে কেন্দ্র করে উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও ভরাডোবা হাইওয়ের সার্জেন্ট তৌফিকের মাঝে কথা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সার্জেন্ট তৌফিক যুবলীগ সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে সার্জেন্ট তৌফিক জানান, যুবলীগের সভাপতির সঙ্গে হামলার কোনো ঘটনা ঘটেনি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |