logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
ভালুকায় যুবলীগ নেতা লাঞ্ছিতের প্রতিবাদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনকে ভরাডোবা হাইওয়ে পুলিশ দ্বারা লাঞ্ছিতের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সিডস্টোর বাজারে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ী মোড় নামক স্থানে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে।  একটি অটোরিকশা হাইওয়ে পুলিশ আটক করাকে কেন্দ্র করে উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও ভরাডোবা হাইওয়ের সার্জেন্ট তৌফিকের মাঝে কথা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সার্জেন্ট তৌফিক যুবলীগ সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে সার্জেন্ট তৌফিক জানান, যুবলীগের সভাপতির সঙ্গে হামলার কোনো ঘটনা ঘটেনি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]