প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে ও মানিকগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
গোপালগঞ্জ : গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিল মোল্লা নামক এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় গোবরা নিলামাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, ইসরাফিলের ছয় বছর বয়সের শিশুকন্যা জমিতে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এ সময় শিশুটির বাবা ইসরাফিল ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।
এ ব্যাপারে এসআই সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
মানিকগঞ্জ : দিনের বেলায় প্রকাশ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রিপন হোসেন লেবু নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর এলাকার মুসলেম উদ্দীনের ছেলে এবং পেশায় মাটি ও বালু ব্যবসায়ী ছিলেন। বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে দুর্বৃত্তরা রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্য হয়। এ বিষয়ে সিংগাইর সার্কেলে সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |