logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
লেনদেনের শীর্ষে লাফার্জ
নিজস্ব প্রতিবেদক


 

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২২২ কোটি ৬ লাখ ৩১ হাজার ১৭৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৬ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ০৪ শতাংশ। এর মাধ্যমে লাফার্জ হোলসিম ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে। গেল সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৬৩ কোটি ৯৮ লাখ ৩ হাজার টাকার খুলনা পাওয়ারের এবং ৫৯ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সামিট পাওয়ার।
এছাড়া এডিএন টেলিকমের ৫৯ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৭ কোটি ৭১ লাখ ৬৯ হাজার টাকার, বিবিএস কেবলসের ৪৬ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকার, এসএস স্টিলের ৪১ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৪০ কোটি ৯ লাখ টাকার এবং স্কয়ার ফার্মার ৩৮ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]