প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
স্থানীয় কোম্পানিতে বিদেশিদের অর্থ বিনিয়োগ করার বিপরীতে তাদের নামে শেয়ার ইস্যু করা হয়। এখন থেকে বিনিয়োগের এক বছরের মধ্যে তাদের নামে শেয়ার হস্তান্তর করতে হবে। এ সময়ে বিদেশি বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ কোনো অবস্থাতেই আমানত হিসেবে ব্যাংকে রাখা যাবে না।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বিদেশি বিনিয়োগ নেওয়ার পরে সর্বোচ্চ ৩৬০ দিনের মধ্যে তাদের নামে শেয়ার হস্তান্তর করতে হবে। এ সময়ে এই অর্থ শেয়ার মানি ডিপোজিট হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এত দিন বিদেশি বিনিয়োগ নিয়ে তাদের নামে শেয়ার হস্তান্তর করতে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি), পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে এ প্রক্রিয়া শেষ করতে বেশ সময় নিচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। এতে বিদেশি বিনিয়োগকারীদের কোম্পানির মালিকানার অংশীদার হতে সময় লাগত। আবার হুট করে বিদেশি বিনিয়োগ তুলে নিলে স্থানীয় কোম্পানি আর্থিক সংকটে পড়ত।
এছাড়া বেশ কিছু কোম্পানি বিদেশি বিনিয়োগ নিয়ে স্থানীয় ব্যাংকে আমানত হিসেবেও রাখে। এসব জটিলতা এড়াতে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদেশি বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির মূল ব্যবসা ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। কোনো মতেই সুদ আয় হয়Ñ এমন কোথাও ব্যবহার করা যাবে না। কোম্পানির আর্থিক প্রতিবেদনে এ অর্থ শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখাতে হবে। শেয়ার হস্তান্তর না করা পর্যন্ত এ অর্থ মূলধন হিসেবে দেখানো যাবে না। প্রজ্ঞাপন জারির পর থেকেই এটি কার্যকর বলে ধরা হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, যেসব কোম্পানি শেয়ার মানি ডিপোজিট নিয়েছে, তাদের নির্দেশনা জারির ৩৬০ দিনের মধ্যে পরিপালন করতে হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |