প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের ছায়া। আবারও অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটার। সাবেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাস জেলে কাটাতে হবে। তার অপরাধ স্পটফিক্সিংয়ে সতীর্থ ক্রিকেটারকে ঘুষ দিয়েছিলেন। ৩৩ বছর বয়সি এ তারকা ক্রিকেটারকে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ইউসুফ আনোয়ার ও মুহাম্মদ ইজাজের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল।
প্রথমে নিজের কীর্তির কথা স্বীকার করেননি তিনি। দুই বছর আগে পাকিস্তান সুপার লিগ চলাকালীন দুবাইয়ে পেশওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্স ড্রপ করার কথা বলেছিলেন। তবে গেল বছর ডিসেম্বরে জামশেদ ম্যানচেস্টারের কোর্টে নিজের দোষের কথা স্বীকার করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |