
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের এবারের ভালোবাসা দিবস তার অভিনয় জীবনের অন্যতম ভালোবাসা দিবস হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। কারণ যতদিন যাবত তিনি অভিনয় করছেন কোনো ভালোবাসা দিবসেই এত সংখ্যক নাটকে অভিনয় করেননি। এবারের ভালোবাসা দিবসে সাফাকে দেখা যাবে আটটি নাটকে। নাটকগুলো হচ্ছে মাহমুদুর রহমান হিমির ‘দ্য লাস্ট ভ্যালেন্টাইন’, ইমরাউল রাফাতের ‘হাফ ট্রুথ’, স্বরাজ দেবের ‘হার্টলেস’, নূহাশ হুমায়ূনের ‘শেষটা সবাই জানে’, রুবেল হাসানের ‘টেক কেয়ার’, মাহমুদ আনান মিফতাহর ‘দ্য লাস্ট রেইন’, খায়রুল পাপনের ‘শো মেকার’, রিংক মজমুদারের ‘গোঁফ’। ‘টেক কেয়ার’-এ তার বিপরীতে আছেন অপূর্ব, ‘শো মেকার’-এ আছেন আফরান নিশো, ‘দ্য লাস্ট ভ্যালেন্টাইন’-এ আছেন শ্যামল মাওলা। ‘শেষটা সবাই জানে’ ছাড়া বাকি সব নাটকে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। এবারের ভালোবাসা দিবসের বিশেষ বিশেষ নাটকগুলোতে অভিনয় করা প্রসঙ্গে সাফা কবির বলেন,‘ আমি কখনোই খুব বেশি নাটকে কাজ করি না। গল্প ভালো লাগলে, চরিত্র ভালো লাগলে ঠিকঠাকভাবে অভিনয় করার চেষ্টা করি। এবারের ভালোবাসা দিবসে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। আশা করি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’ এদিকে এবারের ভালোবাসা দিবসে নতুন একজন সংগীতশিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সাফা কবির। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জায়েদ। বিগত এক বছরেরও বেশি সময় ধরে সাফা কবির ‘ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এরই মধ্যে এর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাসেল শিকদার। এর আগেও তিনি একই নির্মাতার নির্দেশনায় মডেল হয়েছেন একই পণ্যের। ইমরান মাহমুদুলের সর্বশেষ জনপ্রিয় গান ‘আমার কাছে তুমি অন্যরকম’র মডেল হয়েছিলেন সাফা কবির। এটি গত বছর প্রকাশিত হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |