logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
ডিসেম্বরেই বিয়ে করছেন আলিয়া-রণবীর
বিনোদন ডেস্ক


 

অবশেষে ঠিক হয়ে গেল আলিয়া-রণবীরের বিয়ের সময়। বিয়ে হবে আগামী ডিসেম্বরে। অয়ন মুখোপাধ্যায়ের রূপকথা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর। এই প্রথম দুজন যেমন জুটি হয়ে আসছেন বড় পর্দায়, তেমনই বাস্তব জীবনের গাঁটছড়াও বাঁধতে চলেছেন তারা আগামী শীতে। দুই পরিবারের সদস্য-আত্মীয়-বন্ধুবান্ধবদেরও ওই সময়টা ব্লক করতে বলা হয়েছে। আরমান জৈনের বিয়েতে নিতু সিংহ, রণবীর আর আলিয়াকে দেখা গিয়েছিল। ভাট পরিবারও রণবীরকে জামাই হিসেবে এরই মধ্যে মেনে নিয়েছে। গত বছর মহেশ ভাট ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর সম্পর্কে বলেন, ‘অবশ্যই ওরা প্রেম করছে।  আমি রণবীরকে ভালোবাসি... ও খুব ভালো ছেলে। ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’ সেই সিদ্ধান্তই নিয়ে ফেললেন রণবীর-আলিয়া, যারা বি টাউনে ‘রালিয়া’ বলে পরিচিত। এক সর্বভারতীয় সাময়িকপত্রে সাংবাদিক রাজীব মাসান্দ তার কলমে তাদের বিয়ের খবর জানিয়েছেন। 
আপাতত সঞ্জয় লীলা ভনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং সারছেন আলিয়া, এরপর করণ জোহরের ড্রিম প্রজেক্ট ‘তখত’-এর শুটিং শুরু করবেন। এর মাঝেই বেজে উঠল বিয়ের সানাই। বলিউড আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]