
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে নাখন রাচসিমা (কোরাত নামেও পরিচিত) শহরে ও শহরের আশপাশে এক সেনার গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবারের এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, জাক্রাফ্যান থম্মা নামের একজন জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান। এরপর তিনি শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণিবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন শহরের মুয়াং এলাকায় টার্মিনাল ২১ বিপণিবিতানের সমানে হামভি ধরনের একটি গাড়ি থেকে নেমে গুলি করছেন, আর লোকজন পালানোর চেষ্টা করছে। অন্য ফুটেজে ভবনটির বাইরে আগুন জ্বলতে দেখা গেছে। গুলির আঘাতে বিস্ফোরিত একটি গ্যাস ক্যানিস্টার থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে। ওই সন্দেহভাজন বিপণিবিতানের ভেতরে আছেন, এমন তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ বিপণিবিতান থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়ে তাকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। সন্দেহভাজন হামলাকারী জাক্রাফ্যান থম্মা এখনও পালিয়ে আছেন। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বাড়িতে অবস্থান করতে বলেছে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সি ওই সন্দেহভাজন বিপণিবিতানের ভেতরে কয়েকজনকে জিম্মি করেছেন; কিন্তু সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে বিবিসি। ভবনের ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা গেছে, এমন তথ্য পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজনের উদ্দেশ্যও পরিষ্কার হয়নি। সোশ্যাল মিডিয়ায় আসা কয়েকটি পোস্টে বিপণিবিতানের কাছে গুলিবর্ষণের দৃশ্য প্রদর্শিত হয়েছে। হামলা চলার সময় সন্দেহভাজন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি পোস্ট দেয়, ফেইসবুকে দেওয়া একটি পোস্টে সে জিজ্ঞেস করেছে তার আত্মসমর্পণ করা উচিত কিনা। এর আগে একটি পিস্তলের সঙ্গে তিন সেট বুলেটের ছবি পোস্ট করে সে লিখেছিল, উত্তেজিত হওয়ার সময় এসেছে। ব্যাংকক পোস্ট জানিয়েছে, সামরিক শিবিরে নিহত কমান্ডার একজন কর্নেল; এর পাশাপাশি সেখানে ৬৩ বছর বয়সি এক নারী ও আরেক সেনা নিহত হয়েছেন। বিডিনিউজ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |