প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
চীনের উহানের একটি হাসপাতালে জানুয়ারি মাসে রোগীদের মাধ্যমে ৪০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ মহামারির প্রধান ঝুঁকি নির্ণয়ের লক্ষ্যে এক গবেষণায় এ কথা বলা হয়। জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে শুক্রবার প্রকাশিত ঝোংগান হসপিটাল অব উহান ইউনিভার্সিটির চিকিৎসকদের লিখিত এক গবেষণা প্রতিবেদনের তথ্যানুসারে, অস্ত্রোপচার বিভাগে ভর্তি হওয়া এক রোগীর মাধ্যমে ১০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই হাসপাতালে অন্য কারণে ভর্তি হওয়া ১৭ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ আক্রান্ত স্বাস্থ্যকর্মীর ৩১ জন জেনারেল ওয়ার্ডের, সাতজন জরুরি বিভাগে ও দুইজন আইসিইউর দায়িত্বপ্রাপ্ত। বাসস
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |