প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ঝালকাঠি সদর থানার নবনির্মিত গেট ও সেন্টিপোস্ট উদ্বোধন এবং টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমু। তিনি শনিবার বেলা ১১টায় ফিতা কেটে সদর থানার নবনির্মিত গেট ও সেন্টিপোস্ট উদ্বোধন করেন।
পরে আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাকে সমিতির কার্যালয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল ও সাংগঠনিক সম্পাদক কেএম সবুজ প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |