প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই রোহিঙ্গা তরুণী ও দালাল সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার ডুগডুগির বাজার থেকে শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক জুবাইরা খাতুন (২০) কুতুপালং ৬ নং ক্যাম্পের মাঝি (ক্যাম্পের প্রধান) আমির হোসেনের মেয়ে ও আনোয়ারা খাতুন (১৮) বালুখালি ২৬ নং ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে। এছাড়া আটক জাকির হোসেন (৪২) বরিশালের বাগদা গ্রামের ফজর আলীর ছেলে ও নাফিজ সাদিক (২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে। তাদের দামুড়হুদা মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, দুই রোহিঙ্গা তরুণীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইজিবাইকের মধ্যে থাকা ওই দুই তরুণী ও দুই দালালকে আটক করা হয়। দামুড়হুদার যে কোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই দুইজনকে ভারতে পাচার করা হতো বলে ধারণা করছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |