logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
কেক যখন হৃৎপিণ্ড কিডনি
আলোকিত ডেস্ক

ট্রে-এর মধ্যে সাজিয়ে রাখা আছে হৃৎপিণ্ড, কিডনির মতো মানবদেহের বিভিন্ন অংশ। দেখে মনে হচ্ছে অপারেশন থিয়েটার থেকে কিছুক্ষণ আগেই বের করে আনা হয়েছে সেগুলোকে। আর সেসব প্রত্যঙ্গ ছুরি দিয়ে কেটে রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন কিছু মানুষ। না, যা ভাবছেন তা নয়। এরা কেউই নরখাদক নন। ছুরি দিয়ে কেটে যা খাওয়া হচ্ছে সেগুলো আসলে কেক। দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আদলে তৈরি এসব কেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘ক্র্যাবি কেকস’ নামের এক ফেইসবুক পেইজ থেকে গত কয়েকদিন ধরে আপলোড করা হয়েছে এসব কেকের ছবি-ভিডিও। সেই ফেইসবুক পেইজ থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাড়িতে চালানো একটি বেকারিতে তৈরি
করা হয়েছে বিশেষ কেকগুলো। মা ও মেয়েরা মিলে চালান ওই বেকারিটি। জানা গেছে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এ বিশেষ ধরনের কেকগুলো তৈরি করা হয়েছে। অদ্ভুত দেখতে ওই কেক মনে ধরেছে নেট দুনিয়ার। তবে শুধু হৃৎপিণ্ড বা কিডনি নয়। এর আগে টেক্সাসের ওই মা-মেয়ের টিম রুবিক’স কিউব, ব্যাঙ, আনারসের আদলেও কেক তৈরি করেছেন। আনন্দবাজার

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]