logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
সিরাজগঞ্জে হাঁস প্রজনন খামার বন্ধের উপক্রম
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শাহপুর এলাকায় আঞ্চলিক হাঁস প্রজনন খামার এখন অর্থ সংকটে বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এতে এ অঞ্চলের গরিব ও অসহায় মানুষ আর্থিক সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, যমুনা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এ খামার প্রতিষ্ঠা করেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায় এডিবির অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার প্রকল্পের (তৃতীয় পর্যায়) মাধ্যমে ২০১৩ সালে ওই স্থানে প্রতিষ্ঠা করেন জেলার একমাত্র আঞ্চলিক এ হাঁস প্রজনন খামার। প্রকল্পের অর্থায়নে ৫ বছর মেয়াদি প্রতিষ্ঠানটি ২০১৮ সালের জুন 
মাসের মাঝামাঝি পর্যন্ত খামারটি ভালোভাবেই চলছিল। জুনের পরবর্তীতে এ প্রকল্পে বরাদ্দ না দেওয়ায় জেলা প্রাণিসম্পদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তদারকিতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নীলফামারী হাঁস প্রজনন খামারের সহায়তায় খামারটি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে প্রকাশ, ২০১৩ সালে ২১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোসহ ৫ বছর মেয়াদি প্রকল্পটি উল্লেখিত স্থানে প্রায় ৩ একর জমির ওপর নির্মাণ করা হয়। নির্মিত আঞ্চলিক হাঁস প্রজনন খামারে রয়েছে ছয়টি হাঁসের সেড, একটি হ্যাচারি বুডার সেড, আধুনিক মানের ডিম থেকে বাচ্চা ফোটানোর যন্ত্র (ইনকিবিউটর), জেনারেটর ঘর, একটি গভীর নলকূপ, উন্নতমানের আবাসিক ভবন, অফিস কক্ষ, বিশাল গুদামঘর, ডরমেটরিসহ ৬ হাজার হাঁস পালনের ব্যবস্থা। সেই সঙ্গে ডিম থেকে বাচ্চা ফোটানোর যন্ত্রটিতে একই সঙ্গে (ইনকিবিউটর) ২৮ হাজার ৮০০ ডিম ঢোকানোর ব্যবস্থাও রয়েছে। খামারটিতে এখন প্রায় ৯০০ ছোট-বড় হাঁস রয়েছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন লাভজনক খামারটি এখন প্রায় বন্ধের উপক্রম। এদিকে আউটসোর্সিং প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, পাটমার লিমিটেড কোম্পানির মাধ্যমে পাঁচজন অদক্ষ কর্মী বর্তমানে খামারটি পরিচর্যা করছি। ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ খামারে কর্মরত থাকলেও এ পর্যন্ত পুরো বেতন ভাতা পাচ্ছি না। এখন মানবেতর জীবনযাপন করছি। খামারের অবস্থাও তেমন ভালো নয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান ভূঁইয়া জানান, এত বড় আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি পরিচালনার জন্য নেই কোনো ব্যবস্থাপক ও পোলট্রি উন্নয়ন কর্মকর্তা। এখানে সার্বক্ষণিক দেখবালের জন্য ব্যবস্থাপক ও পিডিও জরুরি প্রয়োজন। সেইসঙ্গে প্রতিটি কর্মীই হতে হবে প্রশিক্ষিত। জেলার একমাত্র আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি জনবল ও আর্থিক সংকটের কারণে এখন স্থবির হয়ে পড়েছে। এ লাভজনক খামারটি রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সচল করার উদ্যোগ নেওয়া হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এ খামার বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]