logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০
চট্টগ্রামে একুশে গ্রন্থমেলা শুরু কাল
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রামের নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সহযোগিতায় সোমবার অমর একুশে  গ্রন্থমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে এমএ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে দ্বিতীয় বারের মতো এ  গ্রন্থমেলা  অনুষ্ঠিত হবে। এ বছর ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তাই এবারের  গ্রন্থমেলা  মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিবেদন করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ওই দিন বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ দিনব্যাপী এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন। চট্টগ্রাম সিটি 
করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এ মেলা ১০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরই মধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একুশের গ্রন্থমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ উপলক্ষে শনিবার বিকালে নগরীর সিজেকেএস সম্মুখস্থ গ্রন্থমেলা প্রাঙ্গণ ব্যবস্থাপনা কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। সংবাদ সম্মেলনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মেলার সার্বিক প্রস্তুতি তুলে ধরে বলেন, এ মেলায় সংগীতানুষ্ঠান, রবীন্দ্র ও নজরুল উৎসব, বসন্তবরণ উৎসব, কবিতা ও ছড়া উৎসব, তারুণ্যের উৎসব, আবৃত্তি উৎসব, বিতর্ক উৎসব, শিশু উৎসব, আন্তর্জাতিক লেখক সম্মেলন ও পাঠক সমাবেশের আয়োজন থাকবে। এ ছাড়া পেশাজীবী ও সাংবাদিক সমাবেশ, সাহিত্য আড্ডা, সাহিত্য-ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ ও চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  গ্রন্থমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে একুশে গ্রন্থমেলা পরিচালনা পরিষদের আহ্বায়ক চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, গ্রন্থমেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]