প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
আংশিক কমিটি ঘোষণার প্রায় ২২ মাস পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনটির ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
২০১৭ সালের ২৮ নভেম্বর এসএম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পদপ্রাপ্তরা হলেন : ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সহ-সভাপতি হন মো.খায়রুল ইসলাম। এ পদে মোট ৬০ জন
রয়েছেন। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হাবিবুর রহমান। এ পদে মোট ১১ জন রয়েছেন। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. মাহবুবুল আলম। এ পদেও মোট ১১ জন রয়েছেন।
প্রচার সম্পাদক হন সাজ্জাতুর রহমান সৌরভ, তার সঙ্গে উপ-প্রচার সম্পাদক পদে রয়েছেন চারজন। দপ্তর সম্পাদক হয়েছেন মেহেদী হাসান নান্নু, তার সঙ্গে উপদপ্তর সম্পাদক পদে রয়েছেন চারজন। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন জামিউল আলম পরশ, তার সঙ্গে গ্রন্থনা ও প্রকাশনা উপসম্পাদক পদে আছেন তিনজন।
শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে আছেন আকাইদ আলী খান, তার সঙ্গে শিক্ষা ও পাঠচক্র উপসম্পাদক পদে রয়েছেন তিনজন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. রেদওয়ান হোসেন, তার সঙ্গে সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন।
সমাজসেবা সম্পাদক হয়েছেন নাঈম মাহমুদ, তার সঙ্গে সমাজসেবাবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আশিক ইকবাল, তার সঙ্গে ক্রীড়াবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। পাঠাগার সম্পাদক পদে রয়েছেন জিহাদ মাহমুদ, তার সঙ্গে পাঠাগার উপসম্পাদক পদে আছেন দুইজন। তথ্য ও গবেষণা সম্পাদক পদে রয়েছেন মো. সোহেল রানা, তার সঙ্গে তথ্য ও গবেষণা উপসম্পাদক পদে আছেন দুইজন।
ছাত্রীবিষয়ক সম্পাদিকা হয়েছেন শামসুন নাহার, তার সঙ্গে ছাত্রীবিষয়ক উপসম্পাদক পদে আছেন চারজন। অর্থ সম্পাদক পদে আছেন মো. মুরাদ উন নবী, তার সঙ্গে উপ-অর্থ সম্পাদক পদে আছেন তিনজন। আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন মো. মাহবুব আলম, তার সঙ্গে আইনবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। পরিবেশবিষয়ক সম্পাদক পদে আছেন মো. শাহরিয়ার আহমেদ ফয়সাল। তার সঙ্গে পরিবেশবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন আল-আশফাক অনিক, তার সঙ্গে বিজ্ঞানবিষয়ক উপসম্পাদক পদে রয়েছেন তিনজন। ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন মো. নাইমুল ইসলাম, তার সঙ্গে ধর্মবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। কৃষিবিষয়ক সম্পাদক হয়েছেন আনিসুজ্জামান, তার সঙ্গে কৃষিবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। গণশিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন মো. আলী আহাদ, তার সঙ্গে গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক পদে আছেন মো. আরিফুল ইসলাম সোহাগ, তার সঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। সাহিত্যবিষয়ক সম্পাদক হয়েছেন মো. শওকত হোসেন, তার সঙ্গে সাহিত্যবিষয়ক উপসম্পাদক পদে আছেন দুইজন। মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক হয়েছেন শুভ দত্ত, তার সঙ্গে মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। আপ্যায়ন সম্পাদক পদে রয়েছেন শাওন মল্লিক, তার সঙ্গে আপ্যায়নবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। ছাত্রবৃত্তি সম্পাদক পদে রয়েছেন মো. রুমান হোসেন, তার সঙ্গে ছাত্রবৃত্তি উপসম্পাদক পদে আছেন দুইজন। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হয়েছেন মো. ইমন হোসেন, তার সঙ্গে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হয়েছেন আল সাদি প্রিয়াল, তার সঙ্গে কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। বিজ্ঞানবিষয়ক সম্পাদক হয়েছেন আসিফ কামরান, তার সঙ্গে বিজ্ঞানবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। নাট্য ও বিতর্ক সম্পাদক পদে রয়েছেন সারোয়ার জাহান, তার সঙ্গে নাট্য ও বিতর্কবিষয়ক উপসম্পাদক পদে আছেন তিনজন। এছাড়া সহ-সম্পাদক পদে রয়েছেন ২৬ জন আর সদস্য পদে রয়েছেন ৯ জন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |