প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার ২০২৫ সালের মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর সব ইটভাটা বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সম্মতি মিলেছে এবং মহামান্য রাষ্ট্রপতিও এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন। তাই ক্ষতিকর সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। আগামীতে সরকারি সব স্থাপনায় পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার করতে হবে। সিলেটের জৈন্তাপুরের হরিপুরের বাঘেরখালে শনিবার ‘পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট ইন্ডাস্ট্রির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। একই স্থানে ‘সাধ্যের মধ্যে স্বপ্নের বাড়ি’ নামক আরেকটি প্রকল্প উদ্বোধন করেন মন্ত্রী।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনের সভাপতিত্বে ও ‘পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট
ইন্ডাস্ট্রির পরিচালক রজতকান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকার, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, রমজান রুপজান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইকোইটের সিইও মিঠু তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুর রহিম। মন্ত্রী আরও বলেন, ইটভাটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। জলবায়ু পরিবর্তন করে দেয়। এর মাধ্যমে দেশের বায়ূ দূষিত হচ্ছে, নানা ধরনের রোগব্যধি ছড়িয়ে পড়ছে। ইটভাটাগুলো দিন দিন নষ্ট করছে ফসলি জমি। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের চেষ্টা করতে হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |