প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ বাংলাদেশি যুবককে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। মাসখানেক আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট শাহপরাণ এলাকার সাদিক মাহমুদ নামের এক যুবক ভারতে প্রবেশ করেছিল। সে শাহপরাণ এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে। সম্প্রতি ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করে সে। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোস্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী যুবক সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করে। শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার সকালে চাতলাপুর চেকপোস্টে বিজিবি ও বিএসএফের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের সময় ভারতে আটকা পড়া বাংলাদেশি যুবক সাদিক মাহমুদকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। চাতলাপুর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |