প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এ বছর সুনামগঞ্জের হাওরের পানি দেরিতে নামায় বাঁধের কাজও দেরিতে শুরু করা হয়। সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের তদারকি এবং মন্ত্রণালয় থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। আশা করছি, বৃষ্টি শুরু হওয়ার আগেই বাঁধের কাজ সম্পন্ন হবে।
শনিবার সকালে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কয়েকটি বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগেই বাঁধের কাজ শেষ করার জন্য। বাঁধের কাজের সুবিধার জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে। সেই সঙ্গে জেলায় এমপি, জেলা প্রশাসক এবং প্রশাসনের লোকজন কাজ করছেন। এটা সম্মিলিত একটি কাজ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। পিআইসির সভাপতি ও সদস্যদের নিয়ে নানা অভিযোগ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিআইসি সভাপতির সঙ্গে কথা বলেছি, তবে এলাকাবাসীর আন্তরিকতার দরকার। কারণ কাজ তাদের, ফসলও তাদের; সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, তাদের বাতিল করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |