প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
কুমিল্লার লাকসামে মাদক ব্যবসায়ী কামাল হোসেনের নেতৃত্বে চার পরিবারের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা গ্রামে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কামড্ডা ও ভাকড্যা গ্রামের দুই শিশুর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত প্রায় ৮টার দিকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের নেতৃত্বে স্বপন, সজিব, মাসুদ, মোস্তফা, ইব্রাহীম, শামিম, রব, মোশারফ, পারভেজ, নাহিদসহ ৫০/৬০ সন্ত্রাসী চাপাতি, রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় চার পরিবারের ৬টি ঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় শেখ কাইয়ুম, খোকন, আলমগীর, রাজিব, পিংকি, মনি কুলছুম, কালাম, হোসনেয়ারাসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওয়ার্ড মেম্বার জামাল হোসেন জানান, এ হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |