প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে রেল থামাতে একটি রেলস্টেশনে লাল নিশান উড়িয়ে দুটি রেলগাড়ি অরবোধ রেখে মানববন্ধন করেন আইনজীবী ও এলাকাবাসী। এ সময় রেলগাড়ি অবরোধ রেখে বিক্ষোভ করায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। এলাকাবাসী ও মানববন্ধন সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-রাজশাহী রেল রুটের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে শনিবার সকালে এ মানববন্ধন করা হয়। কালিয়াকৈরে স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের ও ডিজিটাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ২০১৮ সালের ১ নভেম্বর ওই রেলস্টেশনটি নির্মাণ করে সরকার। এরপর ডেমু এক্সপেস রেলগাড়িটি নিয়মিত ঢাকা থেকে রাতে ওই রেলস্টশনে আসে আবার বিকাল ৫টার দিকে এখান থেকে চলে যায়। ওই রেলগাড়িতে স্থানীয় লোকজনও যাতায়াত করে। কিন্তু সকালে অফিসে যাওয়া ও বিকালে অফিস থেকে ফেরার জন্য কোনো সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনও বিভিন্ন স্থানে উড়াল সেতুর কাজ চলমান থাকায় প্রতিদিন গাজীপুর বা ঢাকা আসা-যাওয়া করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন পেশাজীবী মানুষ। আর দুর্ভোগ কমাতে ও সময় মতো অফিসে উপস্থিত হওয়ার জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে আন্তঃনগর রেলগাড়ি থামানোর (ট্রেনের যাত্রাবিরতি) দাবিতে শনিবার সকাল সোয়া ৮টার দিকে মানববন্ধন করেন স্থানীয় আইনজীবী ও এলাকাবাসী। এ সময় তারা ব্যানার নিয়ে ও লাল নিশান উড়িয়ে টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ও নীল সাগর এক্সপ্রেস রেলগাড়ি অবরোধ করেন। রেলগাড়ি দুটি প্রায় পৌনে ১ ঘণ্টা অবরোধ রেখে বিক্ষোভ করেন। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার আবদুল মালেক জানান, ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইল কমিউটার রেলগাড়ি থামলেও টাঙ্গাইল যাওয়ার পথে থামছে না। টাঙ্গাইল কমিউটারসহ অন্যান্য আন্তঃনগর রেলগাড়ি থামানোর দাবিতে মানববন্ধনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |