
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২০ | |
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ঘটনাস্থলে এসে দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়। জানা গেছে, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে করটিয়া করাতিপাড়া বাইপাস এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত হয়ে ২০ থেকে ২২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সম্প্রতি লাল মিয়া মাস্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা ওই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তোলেন। অবরোধ চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, করটিয়া ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মোরশেদ আলম খসরু, করটিয়া ইউপি সদস্য দুলাল হোসেন, মনিরুজ্জামন রুবেল, ছাত্রলীগ নেতা সবুজ আহমেদ প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |