
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১৯ লাখ ৭২ হাজার শেয়ার ১৭ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিলকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের। এছাড়া ডাচ্ বাংলা ব্যাংকের ৭ লাখ ১ হাজার টাকার, ফাইন ফুডসের ১৯ লাখ ১২ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৫ হাজার টাকার, মেঘনা সিমেন্টের ৫ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার এবং সায়হাম কটনের ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |