logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
লেনদেনের ৫০ শতাংশই দখলে নিল তিন খাত
নিজস্ব প্রতিবেদক

 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫০ শতাংশই ছিল তিন খাতের কোম্পানির দখলে। এ তিন খাত হলো ওষুধ ও রসায়ন, প্রকৌশল এবং বস্ত্র খাত। ডিএসইর খাতভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা থেকে দেখা যায়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মোট ২২টি খাতে বিভক্ত। এর মধ্যে লেনদেন হয় ১৯টি খাতের। সোমবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ার। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ৫৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯০ শতাংশ। লেনদেনে বড় ভূমিকা রাখলেও এ দিন ওষুধ ও রসায়ন খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। এ খাতের ১৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১২টির। আর তিনটির দাম অপরিবর্তিত রয়েছে।
দ্বিতীয় স্থান দখল করা প্রকৌশল খাতের প্রতিষ্ঠানগুলোর ৫৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ। লেনদেনের পাশাপাশি দাম বাড়ার তালিকাতেও দাপট দেখিয়েছে এ খাত। লেনদেনে অংশ নেওয়া ২০টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৬টির। লেনদেনে বড় ভূমিকা রাখা বস্ত্র খাত অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯৮ শতাংশ। এ দিকে লেনদেনে অংশ নেওয়া এ খাতের ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৬টির।
এছাড়া অন্য খাতগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির ২২ কোটি ৫২ লাখ, সিমেন্টের ২২ কোটি ৩৭ লাখ, বিমার ২১ কোটি টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]