প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
টোকিও অলিম্পিকে ফুটবল খেলা আগেই নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার। তবে ঝুলে ছিল চিরশত্রু ব্রাজিলের ভাগ্য। টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হতো ব্রাজিলকে। কাজটা সহজেই করেছে ২০১৬ অলিম্পিকের স্বর্ণজয়ীরা, ৩-০ গোলে জিতে টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কলম্বিয়া ও উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত করে রেখেছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলে অংশ নেবে এ দুইদলই। টোকিওতে ১৪তম বারের মতো পুরুষদের ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |