logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
বর্ষসেরা ব্রেক থ্রু অ্যাথলেট রোমান
স্পোর্টস রিপোর্টার

 

 

গেল বছর অসাধারণ কেটেছে দেশসেরা তীরন্দাজ রোমান সানার; ২০২০ সালের শুরুটাও করলেন সাফল্যের রং মেখে। আরচারির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব আরচারির ২০১৯ সালের বর্ষসেরা ব্রেক থ্রু অ্যাথলেট নির্বাচিত হয়েছেন রোমান, বর্ষসেরা কোচ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডারিক। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আরচারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে রোমান ও ফ্রেডারিকের নাম ঘোষণা করা হয়। গেল জানুয়ারি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯ সালের বর্ষসেরা নির্বাচনের জন্য নিজেদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল বিশ্ব আরচারি। রোমান ছিলেন ছেলেদের রিকার্ভ ও ব্রেক থ্রু ক্যাটাগরিতে। রিকার্ভে সেরা হতে না পারলেও ব্রেক থ্রু ক্যাটাগরির পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন তিনি।
২০১৯ সালে দারুণ সফল ছিলেন রোমান, জিতেছেন এশিয়া কাপ-ওয়ার্ল্ড র?্যাঙ্কিং আরচারিতে ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণপদক। বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে অর্জন করেন ব্রোঞ্জপদক। তাতে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ্যতার বলে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন তিনি। বছরের শেষটাও রোমানের জন্য ছিল দুর্দান্ত, গেল ডিসেম্বরে নেপালে ত্রয়োদশ দক্ষিণ এশিয়ান গেমসে আরচারি ইভেন্টের সবকটি (১০টি) স্বর্ণ জেতে বাংলাদেশ। এ অভাবনীয় সাফল্যের অন্যতম রূপকার ছিলেন রোমান, দলীয় ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে তিনটি স্বর্ণপদক জিতেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]