প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে বাংলাদেশ। সোমবার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে দেশকে প্রথম এনে দিয়েছেন বিশ্বজয়ের স্বাদ। দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছেন তারা। স্নায়ুচাপ জয় করে রেকর্ড চারবারের যুব বিশ্বকাপজয়ী ভারতকে হারিয়েছে। ছোট টাইগাররা তাই বিশ্ব ক্রিকেট তারকাদের প্রশংসায় ভাসছেন।
স্যার ভিভ রিচার্ডস টুইট করেছেন, ‘অভিনন্দন, বাংলাদেশ টাইগারস। তোমাদের এ জয় সারা বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে। এটা তোমাদের জন্য অপেক্ষা করা অনেক অর্জনের একটি মাত্র। প্রিয় ভারত, তোমরাও অসাধারণ খেলেছ।’ ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা কোচ টম মুডি টুইটে লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত। জয়টা তাদের প্রাপ্য ছিল।’ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ইয়ান বিশপও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি টুইট করেছেন, পচেফস্ট্রুমে অসাধারণ এক ম্যাচ দেখলাম। দারুণ এক জয় তুলে নিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতও ভালো খেলেছে। তাদের জন্য শুভকামনা। ফাইনালে এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেটে খেলেছে বাংলাদেশ। তাদের অভিনন্দন।’ ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘যুব বিশ্বকাপ জেতায় অভিনন্দন বাংলাদেশ। এমন অনেক মুহূর্ত আসুক তোমাদের। ভারতও ভালো খেলেছে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিজস্ব টুইটার থেকে শুভেচ্ছা জানিয়েছে। ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে টুইট করেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এ জয় বড় এক মুহূর্ত।’ মোহাম্মদ কাইফ টুইটে অধিনায়ক আকবরকে আলাদা করে প্রশংসা করেছেন, ‘৮৫ রানে ৫ উইকেট হারানোর পর আকবর যেভাবে ম্যাচ বের করে নিয়েছেন, সেটা এককথায় দারুণ।’ পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমাল, আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈব, ভারতের সাবেক স্পিনার হরভজন সিংরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জেতায় তাদের অভিনন্দন জানিয়েছেন। মুশফিক টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ টাইগারস। খুব গর্বিত মনে হচ্ছে। অধিনায়ক আকবর আলী এবং তার দলকে অভিনন্দন।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |