logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ-শ্রাবন্তী
বিনোদন ডেস্ক

 

এবার পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-শ্রাবন্তীর রসায়ন। সৌজন্যে কৌশিক। অনেক অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে শ্রাবন্তীর। প্রসেনজিতের সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। তবে প্রসেনজিতের নায়িকা হয়ে ওঠা হয়নি। এবার প্রথমবারের জন্য প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী। প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে নিয়ে কৌশিকের এ ছবির নাম ‘কাবেরী অন্তর্ধান’। এটি একটি রোমান্টিক থ্রিলার ছবি বলেই জানিয়েছেন পরিচালক। ১৯৭৫-এর পটভূমিতে ছবিটি বানাতে চলেছেন পরিচালক। ১৯৭৫-৭৭ টানা ১৮ মাস দেশে জরুরি অবস্থা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সে সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সে সময়ের পটভূমিতেই ছবিটি বানাচ্ছেন পরিচালক কৌশিক। গেল শনিবার ছবির ঘোষণার দিন তাই হয়তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িটিকেই বেছে নিয়েছিলেন পরিচালক। জরুরি অবস্থার সময়ের পটভূমিতে এ ছবিটি তৈরি হলেও এটি একেবারেই রাজনৈতিক ছবি নয় বলে জানিয়েছেন পরিচালক। তার কথা, এটি একটি রোম্যান্টিক থ্রিলার। জরুরি অবস্থার প্রেক্ষাপটেই শুরু হবে দুজন মানুষের সম্পর্কের গল্প। ছবিতে শ্রাবন্তীর বৌদির ভূমিকায় দেখা যাবে চূর্ণকে। চূর্ণীর স্বামীর ভূমিকায় থাকছেন কৌশিক সেন। ছবিতে থাকছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। ফেব্রুয়ারির শেষের দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]