
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
বলিউড নির্মাতা আলী আব্বাস জাফর। এবার একটি সুপার হিরো সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। এতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
জানা গেছে, অনেকদিন থেকেই এ সিনেমার পরিকল্পনা করছেন আলী আব্বাস জাফর। বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। ক্যাটরিনা ও আলী দুজনই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। এতে এমন কিছু স্টান্ট থাকবে যা আগে বলিউডে দেখা যায়নি। এর জন্য প্রস্তুতি শুরু করেছেন ক্যাটরিনা। সবকিছু ঠিক থাকলে এটি ক্যাটরিনা-আলীর চতুর্থ সিনেমা হবে। এর আগে মেরি ব্রাদার কি দুলহান (২০১১), টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ভারত (২০১৯) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। বর্তমানে ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। এতে অক্ষয়ের বিপরীতে তাকে দেখা যাবে। আসছে ২৭ মার্চ এ সিনেমা মুক্তির কথা রয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |