logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
ভালোবাসা দিবসের নাটক ‘কেন’তে ঈশিতা
বিনোদন প্রতিবেদক

 

প্রায় এক দশক ধরে ছোটপর্দার নন্দিত অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার অভিনয়ের জার্নিটা এমন যে, গল্প ভালো লাগলে এবং চরিত্র পছন্দ হলেই শুধু তিনি নাটকে অভিনয় করেন। যে কারণে বছরজুড়ে দেখা যায়, ঈশিতা একটি কিংবা দুটি নাটকে অভিনয় করেছেন। আবার এমনও দেখা যায়, বছরে একটি নাটকেই অভিনয় করেছেন। গেল বছর ঈশিতাকে সর্বশেষ একটি সচেতনতামূলক নাটক ‘আগুনের নোনাজল’-এ অভিনয় করতে দেখা যায়। এটি নির্মাণ করেছিলেন হামেদ হাসান নোমান। এতে ঈশিতার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। এরপর ঈশিতাকে আর নাটকে দেখা যায়নি। কারণ গেল বছরের অনেকটা সময় তিনি গানে বেশ সময় দিয়েছেন। জীবনে প্রথমবারের মতো তার সঙ্গে তার একমাত্র ছেলে গান গেয়েছে। প্রয়াত লাকী আখান্দের জনপ্রিয় গান ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি নতুন করে গেয়েছেন ঈশিতা ও তার ছেলে যাভীর। একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর এর জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মা ও ছেলে। ঈশিতার গায়কিতে এর আগে শ্রোতারা মুগ্ধ হয়েছেন। কিন্তু এবার মায়ের সঙ্গে ছেলের গায়কিতেও মুগ্ধ হয়েছেন শ্রোতা-দর্শক। সুর ঠিক রেখে গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী। এদিকে এক বছর বিরতির পর ঈশিতা আগামী ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য আসিফ ইকবালের রচনায় ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘কেন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। যেহেতু ভালোবাসা দিবসের নাটক, তাই গল্পটি প্রেম-ভালোবাসার, মূলকথা ‘কেন’ নাটকটি হচ্ছে একটি রোমান্টিক গল্পের নাটক। এরই মধ্যে নাটকটির কাজ শেষ হয়েছে বলে জানান ঈশিতা। নির্মাতা হিমি শুধু ঈশিতা প্রসঙ্গে অল্পতেই বললেন, ‘ঈশিতা আপুর অভিনয়ে আমি মুগ্ধ, বিস্মিত। ফ্যান্টাস্টিক অভিনয় করেছেন তিনি।’ ঈশিতা বলেন, ‘অভিনয় করার আগ্রহ তো রয়েছেই। কিন্তু আমার অভিনয়ের ক্ষেত্রে গল্প এবং আমার চরিত্রটি ভালো হওয়া খুব জরুরি। কেন একটি রোমান্টিক গল্পের নাটক। হিমি বেশ যত্ন নিয়ে নিখুঁতভাবে গল্পটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমার চরিত্রেও দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’ ‘কেন’ নাটকে আরও অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, তৌসিফ মাহবুব প্রমুখ। ঈশিতার ছেলে যাভীর দৌলার বয়স ১০ বছর। একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ছে যাভীর। চার বছর ধরে সুজা ইসলামের কাছে গিটারে তালিম নিচ্ছে যাভীর। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘গানটি আমার যেমন পছন্দ, আমার ছেলেরও ভীষণ পছন্দ। যে কারণে মা ও ছেলের প্রথম একসঙ্গে গান বেছে নেওয়ার ক্ষেত্রে জনপ্রিয় এ গানটিই বেছে নেওয়া। সবার কাছ থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছি। খুব ভালো লাগছে।’ এদিকে ঈশিতার একক সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘আমার অভিমান’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান এবং সংগীতায়োজন করেছেন মার্সেল। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]