প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৬০ জন। দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে সোমবার এ কথা জানায়। এছাড়া স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যমেও এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে প্রমোদতরিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০ জনে দাঁড়িয়েছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় প্রমোদতরিটি এসে পৌঁছানোর পর দুই সপ্তাহ ধরে এটিকে পৃথক করে রাখা হয়েছে। এর আগে গেল মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেওয়া হয়। প্রমোদতরিটিতে ৩ হাজার ৭শ’রও বেশি যাত্রী রয়েছে। আক্রান্ত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রমোদতরিটির অধিকাংশ যাত্রীই বয়স্ক। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে প্রায় ৫০০ লোকের জন্য ওষুধ ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম সরবরাহ করেছে। প্রমোদতরিটিতে থাকা প্রায় ১০০ যাত্রী বলেছে, তারা কেউ জ্বরে আক্রান্ত কিংবা কেউ কেউ সুস্থ বোধ করছেন না। এদিকে, হংকংয়ে কোযারেন্টিন করে রাখা একটি প্রমোদতরির যাত্রী এবং ক্রুদের মধ্যে ভাইরাস সংক্রমণের কোনো চিহ্ন না থাকায় তাদের নৌযানটি ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে। বাসস
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |