প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
যুক্তরাজ্যে নতুন করে আরও চারজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে আটজনে দাঁড়াল। ইংল্যান্ডে ওই চারজনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে সোমবার নিশ্চিত করে জানিয়েছেন সেখানকার প্রধান চিকিৎসা কর্মকর্তা। তাদের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সেন্টার এবং লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে রাখা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার মানুষকে কোয়ারেন্টিনে রাখার নতুন ব্যবস্থার ঘোষণা দেওয়ার পর এ সংক্রমণের ঘটনা ঘটল। ভাইরাসটিকে জনস্বাস্থ্যের জন্য অত্যাসন্ন হুমকি ঘোষণা করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। একে ভাইরাসটির নতুন সংক্রমণ এবং বিস্তার রোধের প্রচেষ্টায় আরও কার্যকরী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিডিনিউজ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |