logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
নকলায় দুর্নীতিবিষয়ক আলোচনা
মো. মোশারফ হোসাইন

 

শেরপুরের নকলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার বন্ধুরা দুর্নীতিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে। সম্প্রতি ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে সহকারী সুপার মাওলানা মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দশম শ্রেণির বন্ধু আয়েশা সিদ্দিকার নেতৃত্বে শারমিন আক্তার ও জান্নাতুল ফেরদাউসের দল বিজয়ী হয় এবং নবম শ্রেণির বন্ধু মারজিয়া আক্তার মিনার নেতৃত্বে রত্না আফরিন ও মরিয়ম আক্তারের দল বিজয়ী হয়। সেরা বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা আয়েশা সিদ্দিকা। পরে বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু বন্ধু আয়েশা আক্তার, শাহীন মিয়া, স্বর্ণা আক্তার, মিম আক্তার, নুসাইবা, রুবি আক্তার, খুশি আক্তার, মৌসুমী আক্তার, মামুন মিয়া, মর্জিনা বেগম, নূপুর, জান্নাতুল ফেরদৌস মাইশা মলি, মরিয়ম আক্তার, শিপন মিয়া, মারজিয়া আক্তার মিনা, মিফতাহুল জান্নাত ও জেসমিন আক্তার অংশগ্রহণ করেন। এ সময় বন্ধু ফোরামের উপজেলা সমন্বয়ক সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সমন্বয়ক সহকারী মৌলভী রেজাউল করিম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নীপা, ফুলেছা বেগম, ফজলুল করিম, কাজিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আবুল মিয়া, আমিন মিয়াসহ সব শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]