প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি ও মোহাম্মদ ফয়েজ উমান খানকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মেয়াদোত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। লুৎফর রহমান নয়নকে সদ্যঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।
নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, তিনি সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে ছাত্রলীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানও ছাত্রলীগকে একটি আদর্শবান সংগঠনে পরিণত করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |