logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
আলমসাধুর ধাক্কায় পা হারালেন শিক্ষার্থী
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

 

ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীতে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে পা হারালেন মোটরসাইকেল আরোহী সজিব হোসেন নামে এক শিক্ষার্থী। এ সময় গুরুতর আহত হন রানা নামে অপর একজন। স্থানীয়রা তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাফদারপুর বালিয়াডাঙ্গা গ্রামের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে দুই যুবক কোটচাঁদপুর শহরের দিকে রওনা হন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাছবোঝাই একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজিবের একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। অপর একজনের পা ভেঙে গুরুতর আহত হন। পরে ওই যুবকের বিছিন্ন পা পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। আহতরা হলেন উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামের আমানউল্লার কলেজপড়ুয়া ছেলে সজিব ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের উসমানের ছেলে রানা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]