প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক উদ্বোধন করবেন। সকাল ১০টায় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কটির কার্যক্রম উদ্বোধন করবেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।
হোসনে আরা বেগম বলেন, হাইটেক পার্কটির দুটি অংশ। মূল পার্কটি ১০তলা ভবন। সেটির নির্মাণকাজ চলমান রয়েছে। এর পাশে পাঁচতলাবিশিষ্ট আইটি ইনকিউবেটর কাম ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেটি পুরোপুরি প্রস্তুত। সেখানে হাইটেক পার্কের কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মানুষের স্বপ্নের এ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন। জানা গেছে, বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্থাপনে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সংসদে একাধিকবার দাবি জানান। ২০১৭ সালের ১৮ জুলাই রাজশাহী মহানগরীর জিয়ানগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর ২৮১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে হাইটেক পার্কটির নির্মাণকাজ শুরু হয়।
অনুমোদিত প্রকল্প অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে নির্মাণাধীন পার্কটির দুটি অংশ থাকবে। মূল পার্কটি হবে ১০তলা বিশিষ্ট এবং পাশে ৬২ হাজার বর্গফুট আয়তনের পাঁচতলা বিশিষ্ট ইনকিউবেটর কাম ট্রেনিং সেন্টার থাকবে। নির্মাণ শেষে পার্কটি পুরোপুরি চালু হলে সেখানে আইসিটিতে দক্ষ ১৪ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
হাইটেক পার্ক এলাকায় গিয়ে দেখা গেছে, ১৭ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে ইনকিউবেটর কাম ট্রেনিং সেন্টারটির নির্মাণ কাজ শেষ। সেটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ ট্রেনিং সেন্টারটি ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ করার কথা ছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০২০ সালের ২০ মার্চ নির্ধারণ করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |