প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জুওলজি (সিইউএএজেড) উদ্যোগে এবং চবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগিতায় ‘জীববিজ্ঞান পড়ার গুরুত্ব এবং প্রাণিবিজ্ঞানীদের কর্মপরিধি’ শীর্ষক সেমিনার সোমবার বেলা ১১টায় চবি জীববিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন সিইউএএজেডের সভাপতি ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। ভিসি সেমিনারে উপস্থিত সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, শুধু পঠন-পাঠন নয়, জ্ঞান সৃজন এবং বিতরণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যের সঠিক বাস্তবায়নে জ্ঞান-গবেষণার নব নব ক্ষেত্র সম্প্রসারণ অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে জ্ঞান প্রবাহের ধারা অধিকতর ত্বরান্বিত হয়। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-গবেষকরা তাদের জ্ঞান-গবেষণার অবিরাম ধারাকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিয়ে দেশে দক্ষ-যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছেন। মাননীয় উপাচার্য সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন। সেমিনারে উপাচার্যকে ঈটঅঅত-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্য প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন বর্ষের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে ঈটঅঅত-কর্তৃক প্রদত্ত বৃত্তির অর্থ প্রদান করেন। প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন এবং প্রোগ্রেস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওই বিভাগের সাবেক শিক্ষার্থী অঞ্জনা রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, ঈটঅঅত-এর নেতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |