প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
সাত জেলায় রোববার রাত ও সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আটজন। এর মধ্যে পিরোজপুরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে যুবলীগ নেতা, ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী, রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি, মাদারীপুরে পৃথকভাবে দুইজন, নওগাঁয় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশু, শেরপুরে অটোভ্যান উল্টে একজন এবং নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের খবরÑ
পিরোজপুর : সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি বাজার এলাকায় ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হন। নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) সদর উপজেলা যুবলীগের
সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, শংকপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার সড়কে জেমী তার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক, ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হলে পেছন থেকে ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং রহিম ও ইলিয়াস নামে দুজন আহত হন।
ধামরাই : ঢাকার ধামরাইয়ে মহিশাষীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক নারী নিহত হয়েছেন। আহত হন শিশুসহ তিনজন। নিহত নারী মহিশাষী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী জহুরা বেগম।
রাজশাহী : মহানগরীর উপকণ্ঠ দেওয়ানপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নগরীর কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, ভোরে মহাসড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, লাশের ওপর দিয়ে একাধিক গাড়ি যাওয়ায় তাকে চেনার মতো অবস্থা ছিল না। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার থানার কর্ণপাড়া এলাকায় বিআরটিসি পরিবহনের সঙ্গে ধাক্কায় নসিমন উল্টে ঘটনাস্থলে চালক করিম খান (৩৫) নিহত হয়েছেন। তিনি বরিশালের দক্ষিণ মাগুরা গ্রামের নাজির খানের ছেলে। ডাসার থানার ওসি আবদুল ওহাব জানান, নসিমন ও বিআরটিসি পরিবহন দুটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ট্রাকচাপায় শাহাদাৎ খলিফা (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের হাচিলত খলিফার ছেলে। তিনি ঢাকায় একটি হোটেলে চাকরি করতেন।
নওগাঁ : রাণীনগরে আল আমিন দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে পুতুল (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পুতুলের দিনমজুর পরিবারকে সহযোগিতা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করেছে। জানা গেছে, ঘটনার দিন উপজেলার পূর্ববালুভরার দক্ষিণ রাজাপুর গ্রামের ওহিদুলের মেয়ে পুতুল রাস্তার এক পাশ থেকে অন্য পাশে মায়ের কাছে যাওয়ার সময় আবাদপুকুর থেকে আসা অটোরিকশার চাকার নিচে পড়ে। উদ্ধার করে তাকে সদর আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে হাফেজ সাইফুল্লাহ আল মাসুম (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হক ফকিরের ছেলে। নান্দাইল হাইওয়ে থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শেরপুর (বগুড়া) : শেরপুর উপজেলার বেলতলা এলাকায় একটি আঞ্চলিক সড়কে অটোভ্যান উল্টে মমতাজ উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা সাতবাড়িয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। জানা গেছে, মমতাজ ব্যক্তিগত কাজে শেরপুর শহরে আসেন। কাজ শেষে অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই স্থানে অটোভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |