logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
থ্রিডি ছবি তুলবে ‘লুসিডপিক্স’
আলোকিত ডেস্ক

আইফোন ও অ্যান্ড্রয়েডে থ্রিডি ছবি তুলতে ব্যবহারকারীরা সাহায্য নিতে পারেন ‘লুসিডপিক্স’ অ্যাপের। ফোনের প্রচলিত ক্যামেরা দিয়ে ছবি তুলে তা থ্রিডি বানিয়ে দিতে পারবে অ্যাপটি। চাইলে কোনো টুডি ছবিকেও পাল্টে নেওয়া যাবে থ্রিডিতে। থ্রিডি ছবি তৈরি হয়ে গেলে অ্যাপে
নিজস্ব কমিউনিটিতে শেয়ার করা যাবে। আবার চাইলে ফেইসবুকের মতো প্ল্যাটফর্ম যেগুলোয় থ্রিডি ছবি শেয়ার করার বিল্ট-ইন অপশন রাখা হয়েছে, সেখানেও শেয়ার করা যাবে। খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
শুধু যে থ্রিডি ছবি তৈরি করা যাবে, তা নয়। নানা ধরনের থ্রিডি ফ্রেমে সাজানো সম্ভব হবে ছবিকে। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান প্রথম অ্যাপটিকে দেখিয়েছিল জানুয়ারির ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ আসরে। লুসিডপিক্স অ্যাপটি মূলত সফটওয়্যারের সাহায্যে এমনভাবে ছবিকে পাল্টে দেবে, যাতে করে মনে হবে থ্রিডি ছবিই রয়েছে চোখের সামনে। যেভাবে গ্রাহকরা নিজেদের ডিজিটাল মাধ্যমে প্রকাশ করে এবং দৃশ্যত নিজেদের গভীরে দেখার ক্ষমতা বাড়িয়ে চলেছে, তাতে গেল কয়েক বছরে ভিজুয়াল মাধ্যম আরও বহুমাত্রিক হয়ে উঠেছে। আরও পোর্ট্রেইট ছবি, থ্রিডি কনটেন্ট এবং এআর ও ভিআর তৈরি হচ্ছেÑ বলেছেন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান লুসিডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হান জিন। এ বছরের শেষেই আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য চলে আসবে লুসিডপিক্স।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]