logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
নকলায় বিদ্যুতায়িত হয়ে কৃষানির মৃত্যু
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে পরিনা বেগম নামে এক কৃষানির মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার মমিনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরিনা বেগম নকলা পৌরর মমিনাকান্দা গ্রামের সুরুজ্জামানের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিকালে পরিনা বেগম ছেলেকে নিয়ে স্থানীয় আমিরুল ইসলামের বৈদ্যুতিক মোটরের মাধ্যমে নিজের বোরো খেতে সেচ দিতে যান। সেচ দেওয়া শেষে মটর বন্ধ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]