প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই সৌরভ কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালে বগুড়ায় একটি সিএনজি ডাকাতির পর চালককে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন ইউসুফ আলী। ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে তাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়। সোমবার বিকালে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |